অ্যাকসেসিবিলিটি লিংক

২০০৮ সালের মুম্বাই আক্রমণের প্রধান সন্দেহভাযনের যামিন মঞ্জুর


A man in Mumbai, India looks at firecrackers celebrating the news of the execution of a Pakistani citizen convicted in the 2008 Mumbai terrorist attack, Nov. 21, 2012.
A man in Mumbai, India looks at firecrackers celebrating the news of the execution of a Pakistani citizen convicted in the 2008 Mumbai terrorist attack, Nov. 21, 2012.

২০০৮ সালে মুম্বাই আক্রমণের প্রধান বলে বিবেচিত সন্দেহভাজন ব্যক্তির যামিন আবেদেন মঞ্জুর হয়েছে। জাকিউর রহমান লাখভিকে পাকিস্তানের একটি কারাগারে আটক রাখা হয়। মুম্বাই আক্রমণে ১৬৬ জন নিহত হয়ে ছিল।

সোমবার ইসলামাবাদের উচ্চ আদালত জাকিউর রহমান লাখভিকে ১০ হাজার ডলারের বিনিময়ে যামিনে মুক্তি দিতে পারে এই রায়ের সংগে সংগে ভারত তীব্র তিরষ্কার ব্যাক্ত করেছে।

ভারত সরকার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের দূতকে সমনজা্রি করেছেন।

লাখভিকে সংগে সংগে মুক্তি দেওয়া হয়নি তবে বিশ্লেষকেরা বলছেন কাগজ পত্র পুরোপুরি প্রস্তুত হ’লে তাকে মুক্তি দেওয়া হবে।

এ মাসের গোড়ার দিকে পাকিস্তানের অন্য একটি আদালত লাখভিকে যামিন দিয়ে ছিল, তবে পাকিস্তানের কর্তৃপক্ষ তাকে আটক রাখার নির্দেশ দেন।

XS
SM
MD
LG