অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় পাকিস্তান দূতাবাস কর্মীর বিরুদ্ধে  জঙ্গী যোগসাজশ ও অর্থায়নের অভিযোগ


জঙ্গী যোগসাজশ ও অর্থায়নের অভিযোগ ওঠায় পাকিস্তান সরকার ঢাকায় পাকিস্তান দূতাবাসের রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব ফারিনা আরশাদকে দেশে ফেরত নিয়ে গেছে। বুধবার দুপুরে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

২৯ নভেম্বর আটককৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহেদীন বা জেএমবি’র সদস্য ইদ্রিস শেখকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ওই কূটনৈতিকের যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। ইদ্রিস ঢাকার একটি আদালতে তার জবানবন্দিতে ওই কূটনৈতিকের সাথে যোগাযোগ এবং অর্থ প্রাপ্তির তথ্য দিয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, ইদ্রিস শেখ বৈবাহিক সূত্রে পাকিস্তানের নাগরিক এবং গোয়েন্দা বৃত্তিতে জড়িত। তবে পাকিস্তান সরকার এক প্রতিবাদ লিপিতে বাংলাদেশের গোয়েন্দাদের দাবিসহ ওই সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

এর আগে জঙ্গী অর্থায়নে জড়িত সন্দেহে গত জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:46 0:00

আমীর খসরু...ঢাকা

XS
SM
MD
LG