অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের কোয়েটায় ৩ দিনব্যাপী শোক দিবস ঘোষণা



পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানীতে মারাত্মক বোমা হামলার পর সেখানে ৩ দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, কোয়েটার আশেপাশে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে রাজনৈতিক এবং ধর্মীয় দলগুলো বলছে তারা বোমা বিষ্ফোরণের বিরুদ্ধে প্রতিবাদ করবে।

পুলিশ জানিয়েছে যে কোয়েটা শহরে বৃহস্পতিবার দুইটি আত্মঘাতি বোমা বিষ্ফোরণে ৮৬ জন শিয়া মুসলমান নিহত হয়।

কোয়াটায় একটি বাজার এলাকায় মারাত্মক বোমা বিষ্ফোরণের ১২ জন নিহত হয়। তার কয়েক ঘন্টা পরই বিলিয়ার্ড খেলার একটি হল ঘরে দ্বিতীয় বিষ্ফোরণটি ঘটে। প্রধা্ণত শিয়ারা বিলিয়ার্ড খেলার জায়গাটিতে একত্রীত হয়।

বৃহস্পতিবার দেশব্যাপী বোমা বিষ্ফোরণে ১১৫ জন নিহত এবং প্রায় ২৫০ আহত হয়। বালুচ জাতীগোষ্ঠীর জঙ্গীরা ঐ আক্রমণের দায়িত্ব স্বিকার করেছে।
XS
SM
MD
LG