অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্থানের সাবেক সামরিক শাসক মোশাররফের জামিন মঞ্জুর


পাকিস্থানের সর্বোচ্চ আদালত সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের জামিন মঞ্জুর করেছে। এতে করে গৃহবন্দী অবস্থা থেকে তাঁর মুক্তি পথ সম্ভাবত একধাপ প্রসস্থ হ’ল।

মিঃ মোশাররফ ছয় মাসেরও বেশি সময় ধরে গৃহবন্দী রয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রধান তিনটি মামলার জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। তবে মিঃ মুশাররফের জীবনের ওপরে যে নানা রকম হুমকী রয়েছে তা গৃহ অন্তরিণ থাকার জন্য তিনি কিছুটা সুরক্ষা পাচ্ছেন।

তাঁর বিরুদ্ধে আনিত বিরোধী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার রায় এখনও হয়নী। মিস ভুট্টো ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে এক রাজনৈতিক সমাবেশে বন্দুক এবং বোমা আক্রমণে নিহত হন।

মিঃ মোশাররফের বিরুদ্ধে হত্যা, হত্যার ষড়যন্ত্র এবং হত্যাকান্ডে মদদ যোগানোর যে আভিযোগ রয়েছে তার সবই তিনি অস্বিকার করেছেন।

XS
SM
MD
LG