অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে আদাকত অবমাননার দায়ে প্রধানমন্ত্রী বিরূদ্ধে সূপ্রীম কোর্টের নোটিস জারী ।


পাকিস্তানে আদাকত অবমাননার দায়ে প্রধানমন্ত্রী বিরূদ্ধে সূপ্রীম কোর্টের নোটিস জারী ।
পাকিস্তানে আদাকত অবমাননার দায়ে প্রধানমন্ত্রী বিরূদ্ধে সূপ্রীম কোর্টের নোটিস জারী ।

পাকিস্তানের সুপ্রীম কোর্ট আদালতএর নির্দেশ পালনে এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি তন্ত শুরু করায় ব্যর্থার জন্যে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে তাঁর বিরূদেধে নোটিস জারী করেছে । সোমবার জারী করা ঐ নোটিসে প্রধানমন্ত্রীকে ১৯ জানুয়ারী আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে । আদালত অবমাননার দায়ি দোষি সাব্যস্ত হলে তাঁর কারাদন্ড হতে পারে এবং প্রদানমন্ত্রীর পদ থেকে তিনি অপসারিত হতে পারেন । বিচারকেরা নব্বুইয়ের দশক থেকে শুরু করে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চাইছেন । এ নাগাদ মি:গিলানি এতে আপত্তি জানিয়ে বলেছেন , রাষ্ট্রের প্রধান হিসেবে মি:জারদারীর এতে অব্যাহতির অবকাশ রয়েছে ।

XS
SM
MD
LG