অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতি বা উৎকোচের জন্ম দেয় এরকম কাজকর্ম নিয়ে খোঁজখবর করা গোটা অফশোর এ এ্যাকাউন্টের জন্যেই গুরুত্বপুর্ন-বলছে, প্যানামায় কর্মরত আন্তর্জাতিক সন্ধানী সাংবাদিক কনসোর্টিয়াম


প্যানামার একটি ব্যবসা সংস্থা পরিচালিত অফশোর ব্যাঙ্ক এ্যাকাউন্টের যেসব নথিপত্র ফাঁস হয়েছে,তারই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদির পরিস্কার চিত্র এখনো নজরে আসছে না এবং আগামি দিনগুলোতে এ সম্পর্কিত খবরাখবর আরো বেরুবে বলেই ধারনা করা হচ্ছে।ইতিমধ্যে, বিভিন্ন দেশের সরকার, প্রকাশিত খবরাখবর নিয়ে নিন্দাবাদ ব্যক্ত করছে- ঐসব নিয়ে, তদন্ত চালানো হবে বলে প্রত্যয় ব্যক্ত করছে অথবা এসব নিছকই ভিত্তিহিন ঝুটঝামেলা বলে উড়িয়ে দিচ্ছে।

প্রকাশ্যে এসব নিয়ে যাঁরা কিনা স্বচ্ছতার পক্ষাবলম্বনে বক্তব্য বয়ান দিচ্ছেন তাঁদেরই একজন হলেন প্যানামার প্রেসিডেন্ট হূয়ান কার্লস প্যারেলা- তিনি বলছেন, তাঁর সরকার যে কোনো তদন্তানুষ্ঠানেরই পক্ষপাতি যাতে দেশের আর্থ ব্যবস্থার সূরক্ষা নিশ্চিত থাকতে পারে। মোস্যাক ফনসেকা আইন ব্যবসা সংস্থার এসব নথিপত্র নিয়ে খোঁজখবরের তৎপরতায় মূখ্য যে দলটি কাজ করছে, সেই আন্তর্জাতিক সন্ধানী সাংবাদিক কনসোর্টিয়াম বা International Consortium of Investigative Journalists -এরই এক রিপোর্টার উইল ফিযগিবন ভয়েস অফ এ্যামেরিকাকে বলেছেন- যে দু’ লক্ষ ২০ হাজার কোম্পানীর নথিপত্র নিয়ে খোঁজখবর করা হ’চ্ছে তার ক্ষুদ্র একটা অংশই নৈতিকতার নিরিখে সন্দেহের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ। বলেন, তবে অংশ ক্ষুদ্র হলেও দুর্নীতি বা উৎকোচের জন্ম দেয় এরকম কাজকর্ম নিয়ে খোঁজখবর করা গোটা অফশোর এ এ্যাকাউন্টের জন্যেই গুরুত্বপুর্ন।

XS
SM
MD
LG