অ্যাকসেসিবিলিটি লিংক

আই এস জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন ভারত


param
param

আই এস জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় সরকার।দেশের বারো রাজ্যের গোয়েন্দা অফিসারদের সতর্ক থাকার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষরায়।

আই এস জঙ্গি দের কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যকে সর্তক থাকতে বলল। কেন্দ্রীয় স্ব রাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দেশের 12 টি রাজ্যের গোয়েন্দা অফিসার দের সংগে বৈঠক করেছেন সরকারী সূত্রের খবর।পশ্চিমবঙ্গ থেকে এই বৈঠকে হাজির ছিলেন রাজ্য গোয়েন্দা বিভাগের দুই কর্তা অজয় নন্দা এবং রাজীব কুমার। আইএসআইএসের বিশেষ শাখা দাহেশ সব থেকে বেশী সক্রিয় এবং তাদের আর্দশে অনুপ্রানিত হয় কিছু বিপথ গামী যুবা আই এসে যোগ দিতে সিরিয়া চলে যাচ্ছে বলে সংশ্লিষ্ট বৈঠকে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেই খবর।বিশেষ করে পশ্চিমবঙ্গ অসম বিহার কে আরো গোপন নজর দারির প্রয়োজনের কথা বলা হয়েছে।কারন এই তিনটি রাজ্যে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত।বৈঠকে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং দেশের 12টি রাজ্যের গোয়েন্দা কর্তাদের বলেছেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলিতে দাহেশ কিংবা অন্য সন্ত্রাসবাদী সংগঠন গুলি অত্যন্ত আগ্রাসী ভাবে প্রভাব বাড়িয়ে চলেছে এবং নিজেদের ঘাঁটিও তৈরী করে ফেলেছে। সুতরাং ভারতের অন্দরে এই মুহূর্তে আই এস প্রভাব কম হলেও সন্তুষ্ট হওয়ার কোনো প্রশ্নই নেই।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG