অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিস আক্রমণের সন্দেহভাজন ব্যক্তি বিচারের সম্মুখীন হচ্ছে


Salah Abdeslam
Salah Abdeslam

১৩ই নভেম্বর প্যারিসের সন্ত্রাসী হামলার শীর্ষ সন্দেহভাজন লোককে ব্রাসেলস এর একটি হাসপাতাল থেকে আজ ছেড়ে দেওয়া হয়েছে । এর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং দ্রুত ফ্রান্সে পাঠানো হবে।

প্যারিসের প্রেসিডেন্ট প্রাসাদে জরুরি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের পর ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী বার্নার্ড সাজানুভ , সালাহ আব্দেস সালেম এর গ্রেপ্তার হওয়ার ঘটনাকে , ইউরোপে সন্ত্রাসী সংগঠন দাইশের ওপর গুরুত্বপূর্ণ আঘাত বলে বর্ণনা করেছন।

তিনি বলেন চারজনের সঙ্গে বর্তমানে পুলিশ হেফাজতে থাকা সালাহ আব্দেস সালামকে তার কর্মকান্ডের জন্য ফরাসি বিচার বিভাগের সম্মুখীন হতে হবে। সন্ত্রাসী আক্রমণের শিকার প্রতিটি পরিবারের সদস্য এখন এই ঘটনার ন্যায় বিচারের প্রতীক্ষায় আছেন।

এ দিকে এই গ্রেপ্তারের ঘটনাকে বেলিজয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল , গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ফলাফল বলে বর্ণনা করেছেন। ব্রাসেলস এ সালাহ আব্দেস সালামের গ্রেপ্তারের পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে মিশেল সংবাদদাতাদের কাছে বক্তব্য রাখছিলেন। ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে যোগ দেয়ার জন্য ওলান্দে তখন ব্রাসেলসেই ছিলেন।

কর্তৃপক্ষ বলেছে আব্দেস সালাম পায়ে ব্যথা পায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ।

XS
SM
MD
LG