অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিসে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে তিনজন নিহত


ফরাসী কর্তৃপক্ষ বলছে, শার্লি হেবদো পত্রিকার অফিসে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে তিনজন নিহত হয়েছে। প্যারিসের উত্তরে এক পুলিশী অভিযানে দুজন নিহত হয়। সেখান থেকে একজন জিম্মীকে উদ্ধার করা হয়। আলাদা এক অভিযানে একটি সুপারমার্কেটে অভিযান চালিয়ে পুলিশ একজন বন্দুকধারীকে হত্যা করে। ঐ বন্দুকধারী অনেক মানুষকে জিম্মী করে রেখেছিল। পুলিশ বলছে, ঐ অভিযানের সময় চারজন জিম্মীও নিহত হয়। প্যারিস এবং শহরের উত্তরে শুক্রবার বিকেলে একই সময় যখন পুলিশী অভিযান চালানো হয়, তখন বিষ্ফোরণ এবং গুলির শব্দ শোনা গেছে। শরিফ এবং সাঈদ কোয়াসি নামের দুই ভাইকে শার্লি হেবদোর অফিসে রক্তক্ষয়ী হামলার জন্য প্রধান সন্দেহভাজন বলে ঘোষণা করা হয়েছিল। তারা যে গুদাম ঘরে লুকিয়ে ছিল, পুলিশ তা ঘিরে ফেলে। তারা সেখান থেকে বেরিয়ে গুলি করতে শুরু করলে পুলিশের পালটা গুলিতে তারা নিহত হয়।

XS
SM
MD
LG