অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তিরক্ষা মিশনে যৌন নিপীড়নে অভিযুক্ত দুই বাংলাদেশী


শান্তিরক্ষা মিশনে যৌন নিপীড়নে
অভিযুক্ত দুই বাংলাদেশী
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শিশুদের যৌন নির্যাতনে জড়িত শান্তিরক্ষীর ১০ জনের মধ্যে দুই জন বাংলাদেশি। জাতিসংঘের তরফে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ফিল্ড সাপোর্ট বিষয়ক সহকারি মহাসচিব এন্থনি ব্যানবারি এ তথ্য প্রকাশ করেন।
বাংলাদেশের দুই জনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে। সম্ভবত অর্থের বিনিময়ে অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিল তারা। বাংলাদেশ ইতিমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে, যিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করছেন। ঢাকায় পররাষ্ট্র দফতর এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কর্মকর্তারা এ সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি। এন্থনি ব্যানবারি সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে বলেন, জাতিসংঘের জন্য শান্তিরক্ষায় নিয়োজিত ব্যক্তিরা এমন জঘন্য কাজ করতে পারেন, তা ভাবা যায় না। তিনি আশ্বাস দেন ক্ষতিগ্রস্থ শিশুদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হবে। তিনি জানান, বাংলাদেশ ছাড়াও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মরক্কো, নাইজার ও সেনেগালের শান্তিরক্ষীর নাম অভিযুক্তের তালিকায় রয়েছে। এন্থনি আরও জানান, নির্যাতনের অভিযোগের সময় ভুক্তভোগী প্রত্যেকেই ছিল অপ্রাপ্তবয়স্ক। ২০১৫ সালে যৌন নির্যাতনের ৬৯টি ঘটনা ঘটেছে। উল্লেখ্য যে, বর্তমানে সাড়ে আট হাজার বাংলাদেশি শান্তিরক্ষী মিশনে কর্মরত রয়েছেন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG