অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার সব সামরিক স্থাপনার নিরাপত্তা পর্যালোচনার আদেশ দিলো পেন্টাগন


প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার আদেশ দিয়েছেন । সোমবার ওয়াশিংটনে নৌ বাহিনীর স্থাপনায় একজন বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হবার পর মন্ত্রী এই ব্যবস্থা নিচ্ছেন। পেন্টাগন বলছে যে বুধবার এই পর্যালোচনা বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গুলি চালানোর শুরু করার প্রায় ৩০ মিনিট পর ৩৪ বছর বয়সী বন্দুকধারী অ্যারন অ্যালেক্সিসকে পুলিশ গুলি করে হত্যা করে। কেন্দ্রীয় তদন্ত বিউরো বা এফ বি আই বলছে যে সে একাই গুলি চালিয়েছে , তারা আরও বলে
অ্যালেক্সিস যেহেতু চুক্তিবদ্ধ কর্মী ছিল সে বৈধ পরিচিতিপত্র নিয়েই ঐ নৌ স্থাপনায় প্রবেশ করে। তার উদ্দেশ্য এখনও জানা যায়নি তবে পুলিশ বলছে যে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার কোন অভিযোগ পাওয়া যায়নি।

তদন্তকারীরা বলছেন আলেক্সিস মানসিক বৈকল্য এবং ঘুমের অনিয়মে ভুগছিল। সে দাবি করতো গায়েবী আওয়াজ শোনার । তার পরিবার জানিয়েছে যে মানসিক সম্স্যার জন্যে সে চিকিৎসা নিতো।

অ্যালেক্সিস এর কর্মক্ষেত্রের মালিক বলছেন যে কোন রকম ঘটনা ছাড়াই সে জুলাই এবং অগাস্ট মাসে অন্তত ছ টি সামরিক স্থাপনায় কাজ করেছে।
XS
SM
MD
LG