অ্যাকসেসিবিলিটি লিংক

বিংশ শতাব্দীর বিশাল ব্যক্তিত্ব শিমন পেরেজ: প্রেসিডেণ্ট ওবামা


প্রেসিডেণ্ট বারাক ওবামা ইস্রায়েলের প্রয়াত নেতা শিমন পেরেজের শেষকৃত্য অনুষ্ঠানে স্তুতি বাক্য পাঠ করেন। তিনি শিমন পেরেজকে বিংশ শতাব্দীর মহান এক ব্যক্তিত্ব এবং নেলসন ম্যান্ডেলা এবং ব্রিটেনের রানী এলিজাবেথের সমতুল্য বলে উল্লেখ করেছেন। ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এবং ইস্রায়েল উভয় দেশ সৃষ্টি হয়েছে কঠোর আদর্শবাদ এবং অভিবাসীদের সংগ্রামের মধ্য দিয়ে এবং শিমন পেরেজ আন্তরিকতার সংগে ইস্রায়েল এবং ফিলিস্তিনদের মধ্যকার সংকট সমাধানের চেষ্টা করে গেছেন। এই সময় প্রেসিডেণ্ট ওবামা প্রথম সারিতে বসা ফিলিস্থিনি নেতা মাহমুদ আব্বাসকে লক্ষ্য করে বলেছেন, শেষকৃত্য অনুষ্ঠানে তার উপস্থিতিতে এটাই স্মরণ করিয়ে দেয় যে শান্তি প্রক্রিয়ার কাজ অসমাপ্ত রয়েছে।

মাহমুদ আব্বাস অনুষ্ঠান শুরুর আগে ইস্রায়েলী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সংগে করমর্দন করেন এবং কিছু কথা বলেন।

প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় ৩২ জন কর্মকর্তাসহ অন্ত্যেষ্টি অনুষ্ঠানে যোগ দেন যাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও ছিলেন।

XS
SM
MD
LG