অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক মদত তেমন বিরাট কিছু নয় -পারভেয হূডভয় ।


পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক মদত তেমন বিরাট কিছু নয় -পারভেয হূডভয় ।
পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক মদত তেমন বিরাট কিছু নয় -পারভেয হূডভয় ।

শনিবার পাকিস্তানের মোহমান্ড এজেন্সী এলাকার পাকিস্তানী সেনা চৌকির ওপর ন্যাটোর বিমান হামলায় ২৪ পাকিস্তানী সৈনিক নিহত হওয়ার ঘটনার উল্লেখে ইসলামাবাদের কায়েদে আযম য়ুনিভার্সিটির অধ্যাপক ও লাহোরের সায়েন্স এ্যান্ড এঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পারভেয হুডভয় ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেন মিত্রপক্ষিয় গুলির আঘাতে পাকিস্তানী সৈনিক নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম নয় । এর আগেও এমোনটি ঘটেছে বছর দুই আগে গোরা প্রাই এলাকায় পাকিস্তানী সৈন্য নিহত হয় এ্যামেরিকার তরফের বিমান হামলায় – এবং পদাতিক সৈন্যের আক্রমনে ।তখনও এর বিরূদ্ধে প্রতিবাদের-ক্ষোভের ঝড় উঠেছিলো – কিন্তু এবারকার উষ্মা-ক্ষোভের মাত্রা আরো অনেক অনেক বেশি । পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে এখন অবনতি ঘটেছে উল্লেখযোগ্য মাত্রায় । বিশেষ করে ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে এ্যাবোটাবাদে হত্যা করার পর থেকে । তার পর থেকে সম্পর্ক ক্রমাগতই অধোমুখি থেকেছে । এবারকার ঘটনায় প্রতিক্রিয়া খুবই জোরালোভাবে ব্যক্ত হতে দেখা যাচ্ছে । এভাবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উদ্যোগ-প্রয়াস ক্ষুন্ন হবে যে বলাই বাহূল্য- বলেন তিনি ।প্রফেসার হুডভয় বলেন – এই মুহূর্তে ব্যাপকভাবেই পাকিস্তানীদের মনোভাব হ’লো যে , যুক্তরাষ্ট্রকে আমাদের প্রয়োজন নেই । আমরা যুক্তরাষ্ট্রকে ছাড়াই চলতে পারবো । এ সম্পর্ক আমাদের এখন ছিন্ন করা দরকার ।পারভেয হূডভয় বলেন - এই ধরনের বক্তব্য দিয়েই পাকিস্তানে এমরান খান ব্যাপক জনপ্রিয়তা হাসিল করেছেন । পাকিস্তান , বহির্বিশ্বের ওপর – এবং কিছু মাত্রায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল বটেই । তবে , এই পর্যায়ে পাকিস্তান হয়তোবা ঝুঁকি নিতেও তৈরি রয়েছে । পাকিস্তানের অর্থনীতি ভালো নয় – সামনের বছরটা ভালো যাবেনা বলে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার আই এম এফ মন্তব্যও করেছে – তবে এটাও ঠিক যে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক মদত তেমন বিরাট কিছু নয় – অসামরিক উদ্যোগ-তত্পরতায় , সরকারী ব্যয়ভার বহনে যুক্তরাষ্ট্র তেমন কিছুই পাকিস্তানকে দেয় না বলে মন্তব্য করেন অধ্যাপক পারভেয হুডভয় । যুক্তরাষ্ট্র যে একুশ , বাইশ শ’ কোটি ডলারএর মতো অর্থ দিয়েছে , তার বেশিরভাগই তারা দিয়েছে তালেবানদের বিরূদ্ধে লড়তে ।প্রফেসার হূডভয় বলেন – পাকিস্তানের সামরিক বাহিনী এখনো সেই আগের মতোই বিশ্বাস করে যে , ভারতই হ’লো পাকিস্তানের সবচেয়ে বড়ো দুশমান , ভারতই সবচেয়ে বড়ো হূমকি পাকিস্তানের নিরাপত্তার ক্ষেত্রে ।বলেন এবং সেজন্যে আফগানিস্তান থেকে পশ্চিমা সৈন্যদের প্রত্যাহার পরবর্তী সময়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ যে কোনো কিছুর চেয়েই বেশি গুরুত্বপুর্ন পাকিস্তানের জন্যে । বলেন – এছাড়া , ওসামা বিন লাদীনের হত্যা একদিকে যেমন পাকিস্তানের মানুষকে ক্ষুদ্ধ করেছে , অন্যদিকে তেমনি আবার পাকিস্তানের সামরিক বাহিনীও , তাতে বিব্রত হয়েছে বিস্তর ।

XS
SM
MD
LG