অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন শুরু -  প্রথম দফার ভোট


আজ চৌঠা এপ্রিল পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন শুরু হয়ে গেল প্রথম দফার ভোট গ্রহনের মধ্য দিয়ে। প্রথম দিনটি কাটল নির্বিঘ্নেই। রাজ্যের তিন মাওবাদী অধ্যুষিত জেলা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া এই তিন জেলার মোট আঠারোটি বিধান সভা কেন্দ্রের ভোটগ্রহনে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যনুযায়ী গড়ে চল্লিশ শতাংশের মতো ভোট পড়েছে। আজ আঠারোটি কেন্দ্রের মধ্যে তেরোটি ভোট নেওয়া বিকেল তিনটে পর্যন্ত বাকি পাঁচটিতে ভোট গ্রহন সন্ধ্যে ছ’টা পর্যন্ত। বুথ জ্যাম, ইভিএম মেশিন খারাপ, ভোটগ্রহনে দেরী, গাফিলতি, প্রিসাইডিং অফিসারের কাজে পক্ষপাত মূলক আচরনের অভিযোগ, তাকে সরিয়ে দেওয়া.....এরকম অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই আজ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোট- বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। যদিও সাধারন মানুষের মধ্যেও ভোট দানের উৎসাহ লক্ষ করা গেছে। অন্যদিকে অসম বিধান সভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহন সম্পন্ন হয় মোট পঁয়ষট্রি আসনের মধ্যে যার মধ্যে আপার অসমের পঞ্চাশটি কেন্দ্র এবং পনেরোটি বরাক উপত্যকার মধ্যে পড়ে। সরকারী সূত্র অসমের প্রথম দফার ভোটেও আজ গড়ে পঁচাত্তর শতাংশের মতো ভোট পড়েছে। এবং ভোট দান পর্ব ছিল মোটামুটি শান্তিপূর্ণ।পরমাসিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:36 0:00

XS
SM
MD
LG