অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে উদ্ধার হওয়া ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ


ফেডারেল রিজার্ভ ব্যাংকে অব নিউ ইয়র্কে জমা থাকা বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার যা ফিলিপাইনে স্থানান্তর করা হয়েছিল তা থেকে উদ্ধার হওয়া ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ।

ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছ থেকে শুক্রবার ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই অর্থ গ্রহণ করেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শনিবার ঢাকায় জানান হয়েছে।

গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট সিস্টেম হ্যাক করে ফেডারেল রিজার্ভ ব্যাংকে থেকে বাংলাদেশ ব্যাংকের ১০০ কোটি ডলারের ওপর চুরির চেষ্টা চালান হয়েছিল। তবে এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার হ্যাকাররা ফিলিপাইনে এবং ২ কোটি ডলার শ্রীলঙ্কায় স্থানান্তর করেতে সমর্থ হয়।

শ্রীলঙ্কায় স্থানান্তর হওয়া ২ কোটি ডলার অবশ্য তাৎক্ষণিক ভাবে সে দেশের কর্তৃপক্ষ উদ্ধার করে ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে ফেরত পাঠায়।

XS
SM
MD
LG