অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে ফেরী ও জাহাজের সংঘর্ষে নিহত ২৮ নিখোঁজ দুই শতাধিক


মধ্য ফিলিপাইনের সেবু প্রদেশে শুক্রবার রাতে গভীর সাগরে একটি যাত্রীবাহী ফেরীর সাথে মালবাহী জাহাজের মুখোমুখী সংঘর্ষে অন্তত ২৮ জন নিহত ও দুই শতাধিক নিখোঁজ হয়েছে। ঘটনার পরপরই ডুবুরীরা উদ্ধার অভিযানে নেমে পড়েন। ধারনা করা হচ্ছে নিখোঁজ যাত্রীরা পানির দুইশ মিটার গভীরে নিমজ্জিত ফেরীতে আটকা পড়ে মারা গেছেন।

কোষ্টগার্ড মুখপাত্র আরম্যান্ড বালিলো বলেছেন জেলে ও স্থানীয় জনতার সহায়তায় কোষ্টগার্ড সদস্যরা ছয় শতাধিক মানুষকে জীবন্ত অবস্থায় উদ্ধারে সক্ষম হয়েছেন। ১১ হাজার টন মালবাহী জাহাজ সুলপিকো এক্সপ্রেস সেভেন এর সাথে সংঘর্ষের সময়, সেন্ট থমাস এ্যাকুইনাস নামক ওই ফেরীতে ৮৭০ জন যাত্রী ও ক্রু ছিল।
XS
SM
MD
LG