অ্যাকসেসিবিলিটি লিংক

ঘুর্ণিঝড়ের আঘাতে ফিলিপিন্সে ২১জন নিহত


ফিলিপিন্সের রেড ক্রস বলছে, দেশটিতে শক্তিশালী টাইফুনের আঘাতে ২১ জন প্রাণ হারিয়েছে।

রেড ক্রসের মহাসচিব গোয়েন্ডোলিন প্যাং সোমবার বলেছেন, পূর্বাঞ্চলের সামার দ্বীপে অন্তত ১৮জন মারা গেছে। শনিবার রাতে ঘুর্ণীঝড় হাগুপিট সামারে আঘাত হানে।

ওদিকে ম্যানিলায় এই ঝড় আঘাত হানবে মঙ্গলবার। অবশ্য ঝড়টি এখন দুর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ের রূপ নিয়েছে। রাজধানী ম্যানিলা তারই প্রস্তুতি নিচ্ছে। সেখানে স্কুল, স্টক মার্কেট, অফিস-আদালত, সরকারি কার্যালয়ের কার্যক্রম ও বিমানের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার আঘাত হানার পর এই ঝড় অনেকটাই দুর্বল হয়ে পড়ে। ঐ ঝড়ে উপকুল এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনজন মারা যায়।

XS
SM
MD
LG