অ্যাকসেসিবিলিটি লিংক

যে কবির যাদুকরী কলম থেকে নিঃসৃত হয়েছিল ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’


shaheed
shaheed

যে কবির যাদুকরী কলম থেকে নিঃসৃত হয়েছিল ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ নামের আশ্চর্য কবিতা, সেই মানুষটি আজ ইহলোক ছেড়ে গেছেন। ষাটের দশক এবং পরবর্তী যুগের শক্তিমান কবি শহীদ কাদরী রবিবার সকালে নিউইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শব্দচয়ন এবং উপস্থাপনায় এই কবি ছিলেন সবার থেকে আলাদা। সহজ এবং সরাসরি ভাষায় তিনি বলে গেছেন তাঁর স্বপ্নের পৃথিবীর কথা।

দীর্ঘদিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। মৃত্যুকালে কবি শহীদ কাদরীর বয়স হয়েছিল ৭৪ বছর। বছরখানেক আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন রবীন্দ্র রচনা সম্পর্কে তাঁর মূল্যায়ন। তাঁর ভাষায় ''বাঙালী হিসেবে আমাদের রবীন্দ্রনাথ ছাড়া আর কিছু নেই''। শহীদ কাদরীর স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।

তাঁর সাক্ষাৎকারটি গ্রহণ করেন আহসানুল হক।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:30 0:00

XS
SM
MD
LG