অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে এ বছর ৫১জন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা মারা গেছেন


ডালাসে বন্দুকধারীর হামলায় ৫জন পুলিশ অফিসার নিহত হবার ঘটনা, যুক্তরাষ্ট্রের গত ১০০ বছরের ইতিহাসে পুলিশের ওপর হামলার অন্যতম বৃহত্তম ঘটনা।

National Law Enforcement Officers Memorial Fund এর পরিসংখ্যানে বলা হয় ২০০১ সালের নাইন ইলেভেন সন্ত্রাসী হামলায় ৭১জন পুলিশ অফিসার মারা গিয়েছিল। সেটিই ছিল সবচেয়ে বড় সংখ্যা। তার আগে ১৯১৭ সালে উইসকনসিনের মিলওয়াকিতে পুলিশ ষ্টেশনে বোমা হামলায় মারা গিয়েছিল ৯ জন পুলিশ অফিসার। সেই হামলাকারীকে কখনোই আর গ্রেফতার করা সম্ভব হয়নি।

১৯৯৫ সালে ওকলাহোমা শহরে বোমা হামলায় ৮জন ফেডারেল অফিসার মারা যান। ১৯২৯ সালে কলোরাডো জেল রায়টে ৮জন কারেকশন অফিসার মারা যান।

১৯৭২ সালের ৩১শে ডিসেম্বর থেকে ১৯৭৩ সালের ৭ই জানুয়ারী এই ৮ দিনে ব্ল্যাক প্যান্থার দলের এক সদস্য হামলা করে ৫জন পুলিশ অফিসারসহ ৯ জনকে হত্যা করে। ৭ই জানুয়ারী পুলিশের শুটাররা তাকে হত্যা করে।

National Law Enforcement Officers Memorial Fund পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে কর্তব্য পালনরত অবস্থায় ৫১জন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা মারা গেছেন। ২০১৫ সালে এ সংখ্যা ছিল ৫৮ জন।

XS
SM
MD
LG