অ্যাকসেসিবিলিটি লিংক

মাদার টেরেসা'কে সেন্ট ঘোষনার অনুষ্ঠানের জন্য পোপ ফ্রান্সিস’কে কলকাতায় আমন্ত্রন


পোপ ফ্রান্সিস স্বয়ং কলকাতায় এসে মাদার টেরেসাকে সন্ত বা সেন্ট ঘোষণা করুন, এই অনুরোধ করে পোপকে আমন্ত্রণ পাঠিয়েছে ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া।

২০১৬-র কোনও এক সময়ে পোপ কলকাতা সফরে আসবেন, এমনই সংস্থার আশা। অতীতে মাদারের সঙ্গে সাক্ষাতের জন্য পোপ দ্বিতীয় জন পল কলকাতায় এসেছিলেন ১৯৮৬ সালে। বর্তমান পোপ জানুয়ারি মাসেই শ্রীলঙ্কায় ঘুরে গিয়েছেন যোসেফ ভাজকে সেন্ট ঘোষণা করবার জন্য। কাজেই পোপ কলকাতাতেও আসতেই পারেন।

তবে পোপ হলেন ভ্যাটিক্যান রাষ্ট্রের প্রধান। তাই ভারত সরকারের তরফে ভারতে আসবার জন্য পোপকে আমন্ত্রণ পাঠানো দরকার। বর্তমান সরকারের আমলে তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

কলকাতার আর্চবিশপ টমাস ডিসুজা বলেছেন, জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ রোম থেকে তাঁদের অনুরোধের জবাব আসবে বলেই তাঁরা আশা করছেন।

XS
SM
MD
LG