অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ ১২ জন সিরীয় মুসলিম শরনার্থীকে গ্রীস থেকে ভ্যাটিকানে নিয়ে এসছেন


পোপ ফ্রান্সিস , গ্রীসের লেসবস দ্বীপে সংক্ষিপ্ত সফর শেষে তার সঙ্গে ১২ জন সিরীয় শরনার্থি নিয়ে ফিরেছেন।

পোপের দপ্তর আজ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন যে ছ জন শিশু সহ , তিনটি মুসলমান পরিবারকে ভ্যাটিকানে রাখা হচ্ছে। এই বিবৃতিতে বলা হয়েছে , ফ্রান্সিস শরনার্থীদের স্বাগত জানানোর এই প্রতীকি পদক্ষেপ গ্রহণ করেন।

লেসবস ত্যাগ করার আগে , আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসন প্রত্যাশী লোকজনকে রক্ষা করার বিষয়ে অগ্রাধিকার প্রদান এবং যাদের প্রয়োজন তাদেরকে অস্থায়ী আশ্রয় প্রদানের ব্যাপারে তিনি একটি ঘোষণাপত্র স্বাক্ষর করেন। তাঁর সঙ্গে যোগ দেন Ecumenical Patriarch Bartholomew এবং এথেন্সের আর্চবিশপ । এই তিন জন ধর্মযাজক লেসবসের মাইটিলিন বন্দরে শত শত লোকের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে ইউরোপ আসার পথে যারা সমুদ্রে হারিয়ে গেছে তাদের স্মৃতিতে সমুদ্রে পুষ্পস্তবক ভাসিয়ে দেন। এর আগে পোপ ফ্রান্সিস লেসবসের একটি আটক শিবির পরিদর্শন করেন।

XS
SM
MD
LG