অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ ফ্রানসিস হ্যাভানায় রবিবারের প্রার্থনা সভা করেন


Pope Francis rides past the Catholic faithful after holding the first mass of his visit to Cuba in Havana's Revolution Square, Sept. 20, 2015.
Pope Francis rides past the Catholic faithful after holding the first mass of his visit to Cuba in Havana's Revolution Square, Sept. 20, 2015.

পোপ ফ্রানসিস হ্যাভানায় ঐতিহাসিক রেভেলিউশানারী স্কয়ারে রবিবারের প্রার্থনা সভা করেন। কিউবাতে আজ তিনি তাঁর প্রথম পুর্নাঙ্গ দিন কাটাচ্ছেন।

লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হযেছেন। কাছেই রয়েছে কিউবার বিপ্লবী নেতা চে গুয়েভারার এক বিশাল মূর্তী। প্রার্থনা সভার পর পোপ কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর সঙ্গে একান্ত ভাবে সাক্ষাৎ করবেন। তিনি কাস্ট্রোর অসুস্থ ভাই সাবেক নেতা ৮৯ বছর বয়স্ক ফিডেল কাস্ট্রোকেও দেখতে যেতে পারেন। সন্ধ্যায় পোপ, গীর্জার কর্মকর্তা ও যাজকদের সঙ্গে প্রার্থনা সভায় অংশ নেবেন। পরে একটি সাংস্কৃতিক কেন্দ্রে তরুনদের সামনে তিনি ভাষণ দেবেন।

কিউবায় ক্যাথলিক চার্চের জন্য পোপ ফ্রানসিসের সফর একটা সন্ধিক্ষণ। কাস্ট্রোর কমিউনিস্ট শাসনের সময় ক্যাথলিক চার্চকে প্রান্তিক অবস্থায় রাখা হয়। কিন্তু তারা এখন সেখানে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে।

XS
SM
MD
LG