অ্যাকসেসিবিলিটি লিংক

পোলিশ নাৎসী ক্যাম্প অসউইটজ-বিরকেনাউ সফর করেছেন পোপ ফ্র্যান্সিস


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ভয়ংকর স্মৃতি বহনকারী পোলিশ নাৎসী ক্যাম্প অসউইটজ-বিরকেনাউ সফর করেছেন পোপ ফ্র্যান্সিস।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঐ ক্যাম্পে নাৎসী বাহিনী ১০ লক্ষেরও বেশী মানূষ হত্যা করেছিল যাদের বেশীর ভাগই ছিলেন ইহুদী। শুক্রবার সেখানে গিয়ে নীরবতা পালন করে নিহতদের প্রতি সম্মান দেখান পোপ ফ্রান্সিস। যেখানে বন্দীদেরকে হত্যা করা হয় সেই ডেথ ওয়ালে তিনি মোমবাতি জ্বালান।

পরে তিনি ঐ ক্যাম্পে যারা বেঁচে ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পোল্যান্ডে পোপ ফ্র্যান্সিসের ৫-দিনের সফরের তৃতীয় দিনে তিনি এক প্রার্থনা সভায় নেতৃতত্ব দেন।

XS
SM
MD
LG