অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে বিলুপ্ত কখনই হবার নয় – ডক্টর শ্রীরাধা দত্ত


এখন থেকে বছর চোদ্দ আগে ইসলামাবাদে নওয়াজ শরিফ যখন কিনা প্রধানমন্ত্রীর গতিতে আসিন ছিলেন , ভারত ও পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার একটা প্রয়াস শুরূ করেছিলো । এখন আবার নওয়াজ শরিফ ঐ গদিতেই বসতে চলেছেন , মনমোহন সিং পাকিস্তানের নির্বাচনের প্রেক্ষিতে নওয়াজ শরিফের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন । নওয়াজ শরিফের ভবিষ্যত সরকারের সঙ্গে দিল্লি সরকারের সম্পর্ক স্বাভাবিক করার থমকে থাকা পথচলা আবার গতিময়তা পাবে কিনা , আফগান প্রেসিডেন্ট হামিদ কারযাই ভবিষ্যত নওয়াজ শরিফ সরকারের প্রতি তালেবান সন্ত্রাস খতম করতে নিস্পত্তি আলোচনার যে আমন্ত্রণ জানিয়েছেন – তাতে বরফ গলবে কিনা এবং প্রেসিডেন্ট ওবামা রবিবারের নির্বাচনের উল্লেখে পাকিস্তানকে মোবারকবাদ জানিয়ে সম অংশিদারিত্বের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার যে কথা বলেছেন , যুক্তরাষ্ট্রের সঙ্গে নওয়াজ শরিফের নতুন পাকিস্তানের সে সম্পর্ক গড়ে উঠবে কিনা – এসব নিয়ে আমরা কথা বলি কলকাতার মৌলানা আবুল কালাম আযাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের ডিরেক্টর ডক্টর শ্রীরাধা দত্তর সঙ্গে ।
।pak-india relation
please wait
Embed

No media source currently available

0:00 0:06:39 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG