অ্যাকসেসিবিলিটি লিংক

রাষ্ট্রপতি প্রনব মুখার্জী বিষয়ক বই এর প্রকাশনা


PRANAB
PRANAB

বৈচিত্র সহনশীলতা ও বহুত্ববাদের মূলগত নাগরিক মূল্যবোধ গুলি ভারতকে ঐক্যবদ্ধ করে রেখেছে....বহু শতাব্দী ধরে....এই মুল্যবোধ গুলি আমরা এভাবে নষ্ট হতে দিতে পারিনা। একথা বলেছেন ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন বহু প্রাচীন সভ্যতার পতন হয়েছে কিন্তু একের পর এক আগ্রাসন দীর্ঘ বিদেশী শাসন সত্বেও ভারতীয় সভ্যতা টিকে রয়েছে। তার এই মূলগত নাগরিক মূল্য বোধ ও সে গুলির প্রতি আনুগত্যের কারনে। এটা আমাদের মাথায় রাখতেই হবে।এবং এই মুল্যবোধ গুলি মাথায় রেখে চললে আমাদের গণতন্ত্রের অগ্রগতি কোনভাবেই অবরুদ্ধ হবেনা। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দি ন্যাশনালিষ্ট প্রেসিডেন্ট প্রনব মুখার্জী শীর্ষক এক বই প্রকাশ অনুষ্ঠানের ভাষণেই এমনই মত ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি প্রনব মুখার্জী। বইটির লেখক ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটোরিয়াল ডিরেক্টর প্রভু চাওলা।

বইটির উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি ডঃ মহম্মদ হামিদ আনসারি এবং উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী সভার বেশ কয়েক জন সদস্য।

এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG