অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া সাংবাদিকদের জন্যে সব চেয়ে বিপজ্জনক দেশ


সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠি বলছে যে ২০১৩ সাল ছিল সাংবাদিকদের জন্যে মারাত্মক ও বিপজ্জনক। তারা বলছেন সিরিয়া হচ্ছে সংবাদদাতাদের জন্যে এ বিশ্বে সব চেয়ে বিপজ্জনক জায়গা।

নিউ ইয়র্ক ভিত্তিক Committee to Protect Journalists তাদের বার্ষিক প্রতিবেদনে বলছে যে গত বছর বিশ্বব্যাপী ৭০ জন সাংবাদিক নিহত হন এবং প্রায় ২০০ জন হন কারারুদ্ধ।

ঐ রিপোর্টে বলা হয় এই নিহতদের মধ্যে ২৯ জন সিরিয়ায় খুন হয়েছেন যেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অপহরণ করা হয় এবং অনেকেই সে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।


কমিটি বলছে যে ইরান এবং ইরাক ও বিপজ্জনক জায়গা এবং মিশরে সংবাদপত্রের স্বাধীনতার অবনতি ঘটেছে। এতে বলা হয়েছে যে সিরিয়া এবং ইরাকের পর এখন মিশর হচ্ছে সাংবাদিকদের জন্যে তৃতীয় বিপজ্জনক জায়গা।

ঐ রিপোর্টে আরও বলা হয়েছে যে গত বছর রাশিয়া ও তুরস্ক অনেক বেশি দমনমুলক হয়ে ওঠে এবং চীনের মুল ভূখন্ড সম্পর্কে হংকং থেকে রিপোর্ট পাঠানো এখন আর নিরাপদ নয়।
XS
SM
MD
LG