অ্যাকসেসিবিলিটি লিংক

মালায়শিয়ান এয়ারলাইনের দুর্ঘটনা ও ইউক্রেইন পরিস্থিতি প্রসঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইউক্রেইনের পূর্বাঞ্চলে মালায়শিয়ান এয়ারলাইনের যাত্রীবাহী বিমানটিকে ভুপাতিত করা এবং ২৯৮ জন যাত্রী যে মারা গেলেন, তাঁর ভাষায়, “এ এমন এক নির্মম ঘটনা যা ভাষায় প্রকাশ করা যায় না।”

হোয়াইট হাউজে, শুক্রবার তিনি বলেন, তথ্য প্রমান এটাই ইংগিত দেয় যে, বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকার ভূমি থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের কারণেই বিমানটি ভূপাতিত হয়।

প্রেসিডেন্ট বারাক ওবামা, মালায়শিয়ান এয়ারলাইনের দুর্ঘটনা ও ইউক্রেইন পরিস্থিতি প্রসঙ্গে বক্তব্যে বলেন, এখনও পর্যন্ত যা তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তার ভিত্তিতে বলা যায়, ঐ বিমানে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। প্রেসিডেণ্ট বলেন, সারা বিশ্বের জন্যেই এটি একটি মর্মান্তিক ঘটনা। এ বিষয়ে একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার। তিনি আরো বলেন, রাশিয়া এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের, তাতক্ষণিকভাবে, অস্ত্রবিরতিতে যাওয়া উচিত।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, তিনি বলেন, যুক্তরাষ্ট্র জানে, বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকেই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, এবং তার কারণেই বিমানটি ভূপাতিত হয়।

তিনি বলেছেন, এই ঘটনায় এটাই প্রমাণিত হয়েছে যে, ইউক্রেইনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার সময় হয়েছে।

XS
SM
MD
LG