অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রেসিডেণ্ট নির্বাচন নিয়ে হ্যালো ওয়াশিংটন


শুরূ করছি শ্রোতাদের শারদীয় শুভেচ্ছা- বিজয়ার শুভেচ্ছা জানিয়ে।
আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ‘যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রেসিডেন্ট নির্বাচন’। আজকের এ অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা য়ুনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসার আমেনা মহসীন , নিউ ইয়র্কের এম্পায়ার স্টেইট কলেজের শিক্ষক প্রফেসার পার্থ ব্যানার্জি এবং নিউ ইয়র্ক থেকেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রবীন সাংবাদিক-ভাস্যকার-সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহ । এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন বা মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে । ভালো কথা বলে রাখতে চাই এ অনুষ্ঠানের লক্ষ কারো প্রতি - কোনো দল , গোত্র , সম্প্রদায় বা দেশ–কাল-পাত্রের প্রতি অঙ্গুলি নির্দেশ নয় – লক্ষ নিখাদ জ্ঞানানূশীলন । আর হ্যাঁ প্রশ্ন বা মন্তব্য যাই হোকনা কেন , সংক্ষিপ্ত করলে বাধিত হবো । অতিথি উত্তরদাতাদের প্রতিও মন্তব্য বিশ্লেষন সংক্ষিপ্ত করার সনির্বন্ধ অনুরোধ রইলো । শুরু করছি তাহলে । আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে অপেক্ষা করছেন অনেকে ।
*প্রথমেই যাচ্ছি –ভারতের রাজধানী নতুন দিল্লিতে, কল করছেন প্রফেসার অমিতাভ বসূ – হ্যালো ।
*এবারের কলার শামিম আরা নিউ ইয়র্ক থেকে – হ্যালো ।
*যিয়াউর রহমান এবার কল করছেন মূর্শিদাবাদ পশ্চিম বঙ্গ ভারত থেকে – জ্বি ভাই ।
* রুবাবা আনোয়ার ঢাকা বাংলাদেশ থেকে কথা বলছেন – জ্বি ।
*সফিউর রহমান কলকাতা থেকে কল করছেন ।
অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে । এ অনুষ্ঠানে শ্রোতাদের-অতিথি উত্তরদাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত – ভয়েস অফ এ্যামেরিকা কতৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না । আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ‘যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের রাজনীতি ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন’। আমাদের আজকের এ অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা য়ুনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসার আমেনা মহসীন , নিউ ইয়র্কের এম্পায়ার স্টেইট কলেজের শিক্ষক প্রফেসার পার্থ ব্যানার্জি এবং নিউ ইয়র্ক থেকেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রবীন সাংবাদিক-ভাস্যকার-সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহ
*আরেফীন রহমান পল্লব কথা বলছেন দিনাজপুর বাংলাদেশ থেকে
*সাংবাদিক সৈয়দ মনসূরউদ্দীন লন্ডন থেকে টেলিফোন করছেন – হ্যালো
আজ হাতে আর সময় নেই শেষ করতে হচ্ছে । শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে আজকের তিন অতিথি উত্তরদাতা
ঢাকা য়ুনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসার আমেনা মহসীন , নিউ ইয়র্কের এম্পায়ার স্টেইট কলেজের শিক্ষক প্রফেসার পার্থ ব্যানার্জি এবং নিউ ইয়র্কেরই প্রবীন সাংবাদিক-ভাস্যকার-সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহ কে ধন্যবাদ জানিয়ে সরকার কবীরূদ্দীন বিদায় নিচ্ছি এখানেই । সালাম –নমস্কার-শূভরাত্রি – শারদিয় পূজোর – বিজয়ার শুভেচ্ছা রইলো -ভালো থাকবেন সবাই ।
please wait

No media source currently available

0:00 0:44:54 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG