অ্যাকসেসিবিলিটি লিংক

ভ্যাটিকানে পোপের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং পোপ ফ্রান্সিস আজ ভ্যাটিকানে ৩০ মিনিটের বৈঠক করেছেন। তাঁর প্রথম বিদেশ ভ্রমণে তিনি এই তিনটি একেশ্বরবাদী দেশে তাঁর সফরের গুরুত্বের কথা তুলে ধরেন।

এই প্রথম সাক্ষাতে , তাঁরা করমর্দন করেন । পোপকে বেশ ধীরস্থির দেখাচ্ছিল , প্রেসিডেন্ট ছিলেন উচ্ছসিত ।

পোপের নিজস্ব পড়ার ঘরে বসার পর , রোমান ক্যাথলিক চার্চের এই নেতাকে ট্রাম্প বলেন যে এই সাক্ষাতে তিনি সম্মানিত বোধ করছেন।

পোপের এই প্রাসাদে , প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠকের পর কিছুক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যেরও পোপ দর্শন দেন। এদের মধ্যে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প , পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলার্সন , জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার এবং ট্রাম্পের মেয়ে ইভাংকা ও তার স্বামী জ্যারেড কুশনার যারা উভয়ই প্রেসিডেন্টের সরকারী উপদেষ্টা। ঐ সময়ে তাঁদের মধ্যে উপহার বিনিময় হয় । ভ্যাটিকান জানাচ্ছে যে পোপের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তরিক আলোচনা হয় এবং স্বাস্থ্য পরিচর্যা , শিক্ষা ও অভিবাসীদের সহায়তা প্রদানের ব্যাপারে ভ্যাটিকান আশাবাদ ব্যক্ত করে।

XS
SM
MD
LG