অ্যাকসেসিবিলিটি লিংক

এই বুধবার কলোরাডোর ডেনভারে অনুষ্ঠিত হবে প্রথম বিতর্ক দু’ই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে


নির্বাচনের আগে ,প্রেসিডেন্সিয়াল ডিবেট , আনুষ্ঠানিকভাবে শুরূ হয়েছিলো ১৯ শ’ ৭৬ সালে এবং তারও আগে অনুষ্ঠিত হয়েছিলো ১৯ শ’ ৬০ সালে জন কেনেডী ও রিচার্ড নিক্সনের মধ্যে , অনেকটাই অনানুষ্ঠানিকভাবে । এবার দু’ই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে তিনটি বিতর্কের প্রথমটি হবে কলোরাডোর ডেনভারে এই বুধবার ৩ অক্টোবর । সাধারনত: প্রথম দু’ই বিতর্ক হয় সঞ্চালকের পরিচালনায় , আলোচনা হয় অভ্যন্তরনীন এবং পররাষ্ট্র বিষয়াবলি নিয়ে – তৃতীয় বিতর্ক হয় টাউন হল ফরম্যাটে । অভিনব এই বিতর্ক প্রেসিডেন্ট নির্বাচনকে কতোখানি প্রভাবিত করে সে বিষয়ে আমরা কথা বলি ফ্লোরিডা প্রবাসী রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসার জিল্লুর রহমান খানের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait
Embed

No media source currently available

0:00 0:05:00 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG