অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫টি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারী নির্বাচন


আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫টি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারী নির্বাচন। রাজ্যগুলো হচ্ছে পেনসেলভেনিয়া কানেক্টিকাট দেলাওয়্যার ম্যারীল্যান্ড ও রড আইল্যান্ড।

রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়োন প্রত্যাশী ডনাল্ড ট্রাম্প আশা করছেন ৫ টি রাজ্যেই জিতবেন তিনি এবং দলীয় মনোনয়োন পেতে যে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট লাগবে তা তিনি পাবেন।

অপরদিকে ট্রাম্পের দুই প্রতিদ্বন্দ্বী টেক্সাস সেনেটর টেড ক্রুজ এবং ওহাইও গভর্ণর জন কেসিক চেষ্টা করছেন তাকে হারাতে। তাদের ও প্রচেষ্টাকে সম্প্রতি এক মন্তব্য ট্রাম্প করুণ প্রয়াস বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের প্রয়োজন ১২৩০ ডেলিগেট ভোট।

এ পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ডেলিগেট সংখ্যা ৮৪৫, টেড ক্রুজ পেয়েছেন ৫৫৯ এবং কেসিক নিশ্চিত করেছেন ১৪৮ ডেলিগেট। মঙ্গলবারেরর নির্বাচনে তিনি চেষ্টা করবেন যতো বেশি সংখ্যক সম্ভব নিশ্চিত করতে।

অপরদিকে ডেমোক্রেটিক দলের দুই মনোনয়োন প্রত্যাশী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন ও ভার্মন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যেকার প্রতিদ্বন্দ্বীতায় ৫ টি রাজ্যের মধ্যে জনমত জরিপে শুধুমাত্র রড আইল্যান্ড বাদে বাকী ৪টিতে এগিয়ে আছেন হিলারী ক্লিনটন।

XS
SM
MD
LG