অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার অপহরণ ঘটনা : অধিকাংশ ছাত্রী এখন ও নিখোঁজ


নাইজেরিয়ার যে স্কুলের ১০৭টি ছাত্রীকে অপহরণ করা হয় , সেই স্কুলের প্রিন্সিপিাল সামরিক বাহিনীর এই ঘোষণাকে নাকচ করে দিয়েছেন যে অধিকাংশ মেয়েদের উদ্ধার করা হয়েছে।

নাইজেরিয়ার যৌথ তথ্য কেন্দ্র বুধবার রাতে জানিয়েছে যে অপহৃত ছাত্রীদের মধ্যে মাত্র আট জন এখনও নিখোঁজ আছে।

তবে বোর্নো রাজ্যের ঐ স্কুলের প্রিন্সিপাল আসাবে কুয়াম্বারা বৃহস্পতিবার ভয়েস অফ আমেরিকাকে বলেন যে সামরিক বাহিনীর ঐ বিবৃতিতে সত্যি বলতে কিছই নেই। তিনি বলেন যে মেয়েদের মধ্যে মাত্র ১৪ জন মুক্তি পেয়েছে এবং সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবকরা তাঁদের সন্ধান প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
মায়দাগুরিতে নাইজেরিয়ার রাজ্য পরিষেবা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে আরও মেয়ে মুক্ত হবার ব্যাপারে তাদের কাছে আর কোন তথ্য নেই। কর্মকর্তাটি বলছেন যে এটা হতে পারে সামরিক বাহিনীর কাছে তাদের নিজস্ব তথ্য আছে যা তিনি জানেন না। উপদেষ্টা রুবেন আবাতি বলেছেন যে প্রেসিডেন্ট গুডলাক জোনাথান এই অপহরণের বিষয়ে বিশেষত উদ্বিগ্ন এবং তাদের উদ্ধারের জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দিয়েছেন।
XS
SM
MD
LG