অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ও যুক্তরাষ্ট্র দুটি দেশের কারাগার থেকে বন্দিদের মুক্তি দিয়েছে


ইরান ও যুক্ত্ররাষ্ট্রের কর্মকর্তারা ভিয়েনায় মিলিত হবার প্রাক্কালে দুটি দেশের কারাগার থেকে বন্দিদের মুক্তি দেয়া হয়েছে I মুক্তিপ্রাপ্ত অন্যতম হচ্ছেন The Washington Post পত্রিকার সাংবাদিক জেসন রেজাইযান , যিনি ইরানি কারাগারে ৫০০ দিনের বেশী আটক ছিলেন I তাঁর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছিল I

মুক্তিপ্রাপ্ত ওপর তিন জন হচ্ছেন সাবেক মেরিন আমির হেকমতি, ক্রিস্টিয়ান ধর্ম যাজক সাইদ অবিদিনি এবং সাবেক FBI সদস্য রবার্ট লেভিনসন I

যুক্তরাষ্ট্র কারাগার থেকে ৭ জন ইরানি নাগরিককে মুক্তি দেয়া হয়েছে এবং এ ছাড়াও দেশের বাইরে ১৪ জন ইরানি নাগরিকদের ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়েছে I

অন্য এক খবরে জানা গিয়েছে যে অর্থনৈতিক নিষেদ্ধাজ্ঞা তুলে নেয়া এবং মুক্ত বাজারে ইরানের তেল বিক্রির অনুমোদন সাপেক্ষে ইরান European Consortium থেকে ১১৪ টি যাত্রীবাহী বিমান ক্রয়ের ইচ্ছা প্রকাশ করেছে I

XS
SM
MD
LG