অ্যাকসেসিবিলিটি লিংক

​রুশপন্থী জংগীরা দখলকৃত সরকারি ভবন ত্যাগ না করার বিষয়ে অনড়


উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে মস্কো এবং কিয়েভের মধ্যে একটি চুক্তি হওয়ার পরেও শুক্রবার রুশপন্থী জংগীরা ইউক্রেইনের পূর্বাঞ্চলে সরকারি ভবনগুলো দখল করে রেখেছে।

জংগী নেতা ডেনিস পুশিলীন জানিয়েছেন, বৃহষ্পতিবার যে চুক্তি হয়েছে তা মান্য করতে তার অনুসারীরা বাধ্য নয় এবং কেবলমাত্র ইউক্রেইন সরকার পদত্যাগ করলেই তারা দখলকৃত ভবনগুলো ত্যাগ করবে।

ইউক্রেইন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৈঠকের পর ঐ চুক্তিটি হয়। চুক্তিতে সরকারী ভবনগুলো ছেড়ে দেওয়া এবং জংগীদের অস্ত্র ত্যাগ করাসহ সংকট সমাধানের উদ্দেশ্যে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে তবে রাশিয়ার সম্পর্কে অনেক পশ্চিমা নেতাই সন্দিহান।

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ওবামা বলেন, সংকট নিরসনে পদক্ষেপ নিতে রাশিয়া যদি ব্যার্থ হয়, সে কারনেই ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি অব্যাহত রাখবে।
XS
SM
MD
LG