অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের নতুন প্রেসিডেন্ট ও ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ে প্রফেসার জিল্লুর রহমান খানের আলোচনা


I
I
ইরানের নতুন প্রেসিডেন্ট রবিবার শপথ গ্রহন অনুষ্ঠানে প্রত্যয় ব্যক্ত করেছেন – ইরানের প্রতি সম্মানসূচক কথা বলতে হবে পশ্চিম বিশ্বকে – তেলের-ব্যাঙ্কিং খাতের নিষেধাঙ্গার ধমক দিয়ে নয় ।
ইরানের সঙ্গে পশ্চিমের বিরোধ মূলত: পারমানবিক কর্মসূচী কেন্দ্রীক । ইরানের বক্তব্য য়ুরেনিয়াম পরিশীলন তার বিদ্যুত উত্পাদন ও চিকিত্সা কাজের রেডিও আইসোটোপ তৈরি । পশ্চিম তা বিশ্বাস করেনা । তাদের ধারণা পারমানবিক অস্ত্র তোয়েরই ইরানের ঐ য়ুরেনিয়াম পরিশীলন তত্পরতার লক্ষ । সিরিয়া প্রশ্নেও ইরান তার আগের অবস্থানে অটল থাকছে । হাসান রৌহানি বাশার আসাদের প্রতি সমর্থন পূনর্ব্যক্ত করে বলেছেন – কয়েক দশকের সম্পর্ক তাদের কোনো শক্তিই টলাতে পারবে না । এখানও পশ্চিমের সঙ্গে মতদ্বৈধতা । সূড়ঙ্গের ওধারে এর পরেও কি আলোর কোনো ইশারা দেখা যাচ্ছে । এ সব জিজ্ঞাসা নিয়ে আলোচনা করেছেন উইসকান য়ুনিভার্সিটির সাবেক রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক রোজ বুশ প্রফেসার ডক্টর জিল্লুর রহমান খান । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait

No media source currently available

0:00 0:05:20 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG