অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়া পরিস্থিতি সম্পর্কে আশাবাদি অধ্যাপক শহীদুজ্জামান


লিবিয়া পরিস্থিতি সম্পর্কে আশাবাদি অধ্যাপক শহীদুজ্জামান
লিবিয়া পরিস্থিতি সম্পর্কে আশাবাদি অধ্যাপক শহীদুজ্জামান

লিবিয়ায় বিদ্রোহী বাহিনী এবং মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগত সৈন্যদের মধ্যে পুর্বাঞ্চলে লড়াই ক্রমশই তীব্র হচ্ছে এবং নেটোর বিমান আক্রমণে বিদ্রোহী যোদ্ধারা যে প্রাণ হারিয়েছে , সে বিষয়টি নেটো খতিয়ে দেখছে। লিবিয়ার জটিল পরিস্থিতির পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহীদুজ্জামান। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন যে যদিও ভুলক্রমে নেটো বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছে , গাদ্দাফি বিরোধী বিদ্রোহীরা , তবুও এর ফলে নতুন করে কোন জটিলতা সৃষ্টি হবে না কারণ যুদ্ধে এ রকম ঘটনা ঘটেই থাকে।

অধ্যাপক শহীদুজ্জামান আরও আশাবাদি এই কারণে যে লিবিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী , এক সময়ে গোয়েন্দা বাহিনীর প্রধান মুসা কুসা সপক্ষ ত্যাগ করেছেন এবং তাঁর কাছ থেকে প্রাপ্ত গাদ্দাফি বিষয়ক গোপন খবর যেমন , গাদ্দাফির অপসারণে সাহায্য করবে , তেমনি গাদ্দাফির পক্ষের শক্তিও ক্রমশ দূর্বল হয়ে পড়বে। তিনি স্বীকার করেন যে পরিস্থিতি খানিকটা জটিল যদিও তবে এই অবস্থার নিস্পত্তি সম্ভব সহজেই , গাদ্দাফি ও চূড়ান্ত পর্যায়ে ক্ষমতা ত্যাগে বাধ্য হবেন।

XS
SM
MD
LG