অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ড্রুজ ধর্মীয় নেতা হত্যার পর সেখানে বিক্ষোভ অব্যাহত রয়েছে


আজ শনিবার সিরয়ার ড্রুজ সংখ্যালঘুদের কেন্দ্রস্থলে সিরীয় সরকারের বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এরঠিক একদিন আগেই এক বিস্ফোরণে একজন সুপরিচিত সরকার বিরোধী ধর্মীয় নেতা এবং আরও অন্তত ২৫ জন নিহত হন বলে সরকার পন্থি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

শক্তিশালী ড্রুজ মিলিশিয়ার নেতা শেখ ওয়াহিদ বালোসের সমর্থকরা সরকারকে এই জোড়া বোমা বিস্ফোরণের জন্য দায়ী করছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সুয়েদা প্রদেশে এই বিস্ফোরণে তিনি নিহত হন । ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে যে এলাকাটি এতদিন সে দেশের গৃহযুদ্ধ থেকে আলাদা থেকেছে।

সিরিয়ার টেলিভিশন ফুটেজে দেখা গেছে ঐ বিস্ফোরণে পর এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় । অবজারভেটারী প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন যে শুক্রবার রাতেই সরকারী নিরাপত্তা বাহনীর ছয় জন সদস্যকে গুলি করে হত্যা করা হয়।

XS
SM
MD
LG