অ্যাকসেসিবিলিটি লিংক

বিজয়া দশমীর দিন রাত সাড়ে আটটা পর্যন্ত দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া যাবে: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ


মঙ্গলবার বিজয়া দশমীর দিন রাত সাড়ে আটটা পর্যন্ত দুর্গা প্রতিমা বিসর্জন দিতে দেওয়া যাবে বলে সোমবার রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এর আগে ৬ অক্টোবর বিচারপতি দীপঙ্কর দত্ত রায় দিয়েছিলেন, বনেদী বাড়ির প্রতিমা বিসর্জন চলতে পারে সন্ধ্যা ছটা অব্দি। পশ্চিমবঙ্গ সরকার ঐ রায়ের বিরুদ্ধে আপিল করলে ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

কলকাতা পুলিশ নির্দেশ জারি করেছিল, বুধবার যেহেতু মহরম, মঙ্গলবার বিকেল চারটেতেই শেষ করতে হবে বিসর্জন পর্ব। কলকাতা শহরের কিছু বড় পুজো ছাড়াও প্রায় সব বনেদী বাড়ির পারিবারিক পুজোর প্রতিমাই বিসর্জন হয়ে থাকে বিজয়া দশমীর দিনেই। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে কয়েকটি বনেদী পরিবার। বিচারপতি বলেন, সব ধর্মের নিয়মবিধিকেই সমান গুরুত্ব দেওয়া উচিত।

এছাড়া, যদি কোনও বছর ২৬ জানুয়ারী মহরমের দিন পড়ে, তবে কি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ বাতিল করে দিয়ে রমজানের মিছিল বেরোবে? তাছাড়া, পুলিশ কেন ভাবছে, পাশাপাশি বিসর্জন আর মহরম পালিত হলে হিন্দু-মুসলমানের মধ্যে অশান্তি বেধে যাবে? কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG