অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রাইমিয়া রাশিয়ার অংশঃ পুটিন ও ক্রাইমিয়ার নেতারা চুক্তিতে স্বাক্ষর করল



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং ক্রাইমিয়া কর্তৃপক্ষ মংগলবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যার মধ্য দিয়ে কৃষ্ণ সাগর অঞ্চলের ঐ উপদ্বীপটি রাশিয়ার সংগে যুক্ত হ’ল। মাত্র দুদিন আগে ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য ক্রাইমিয়ায় গণভোট হয়। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ঐ গণভোটকে আইন সংগত নয় বলে ঘোষণা করেছে।

প্রেসিডেন্ট পুটিন ক্রাইমিয়ার আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী, ক্রাইমিয়ার সংসদ স্পীকার এবং ক্রাইমিয়ার বন্দর শহর সেভাস্তোপোলের মেয়রের উপস্থিতিতে নথিপত্রে স্বাক্ষর করেন।

ক্রেমলিন তাদের ওয়েব সাইটে জানিয়েছে চুক্তি স্বাক্ষরের দিন থেকেই ক্রাইমিয়া রাশিয়ান ফেডারেশনে অন্তর্ভুক্ত বলে তারা মনে করে।

প্রেসিডেন্ট পুটিন মংগলবার বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এবং অন্তর্জাতিক ধারাতেই গণভোট অনুষ্ঠিত হয়েছে।
XS
SM
MD
LG