অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের অঙ্গীকার করলেন ভ্লাদিমির পুতিন


রবি ও সোমবার ভলগোগ্রাদের দক্ষিনাঞ্চলের শহরে দুটি আত্মঘাতি বোমা বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর ঘটনার পর, সন্ত্রাসীদেরকে পরাস্ত না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নববর্ষের বক্তৃতায় মিষ্টার পুতিন বলেন দেশের সকল দুর্যোগ সময়ে রুশ জনগণ সর্বদাই ঐক্যবদ্ধ ও সংগঠিত থেকেছেন।

বোমা হামলার পর রুশ কতৃপক্ষ ভলগোগ্রাদের আশেপাশের এলাকায় ৫ হাজার নিরাপত্তা কর্মী নিয়োগ করেছেন।

সোমবারের হামলায় একটি ট্রলি বাসের ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়। একদিন আগে ঐ শহরের প্রধান টেোন ষ্টেশনের নিরাপত্তা দরজায় এক আত্মঘাতি বোমারু বিস্ফোরণ ঘটালে অন্তত ১৭ জন নিহত হয়।
XS
SM
MD
LG