অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনে উগ্রপন্থি ধর্মীয় নেতার আপিলে জয়লাভ


উগ্রপন্থি মুসলমান ধর্মীয় নেতা আবু কাতাদা সন্ত্রাসী অভিযোগের সম্মুখীন হতে তাকে ব্রিটেন থেকে জর্দানে পাঠানোর বিরুদ্ধে আপিলে জয়লাভ করেছেন।

আজ ব্রিটেনের বিশেষ অভিবাসী আপিল কমিশন , তাকে বিচারের জন্যে পাঠানোর আদেশটি এই বলে আটকে দেয় যে এটার কোন নিশ্চয়তা নেই যে কাতাদা সেখানে সুবিচার পাবেন।

এক বিবৃতিতে ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর বলছে যে তারা এই আদেশের সঙ্গে প্রচন্ড দ্বিমত প্রকাশ করছে এবং এর বিরুদ্ধে তারা আপিল করবে।
জর্দানে দুটি বোমা বিস্ফোরণের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ কাতাদাকে ১৯৯৮ সালে তার অনুপস্থিতেই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

জর্দানের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পর যে নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে পাওয়া কোন তথ্য তার বিরুদ্ধে ব্যবহার করা হবে না , ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রী টেরেসা মে তাকে বিচারের জন্যে জর্দান পাঠানোর নির্দেশ দেন।

ব্রিটিশ কর্মকর্ত্ারা কাতাদাকে , সাবেক আল ক্বায়দা নেতা ওসামা বিন লাদেনের ইউরোপ বিষয়ক শীর্ষ সহকারী বলে বর্ণনা করেছেন । ১৯৯০ এর দশকে তিনি ব্রিটেনে যান। সে দেশের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তিনি অধিকাংশ সময় ধরেই ব্রিটেনে বন্দী রয়েছেন।
XS
SM
MD
LG