অ্যাকসেসিবিলিটি লিংক

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের ঘোষণা


বাংলাদেশে সুন্দরবনের সন্নিকটে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে রামপালসহ সুন্দরবনের জন্য ক্ষতিকারক সকল প্রকল্প বাতিল এবং সুন্দরবন রক্ষার দাবিতে ডাকা মহাসমাবেশে কমিটি বলেছে, সরকার যদি এই প্রকল্প বাতিল না করে, তাহলে ২৬শে জানুয়ারি ঢাকায় অর্ধদিবস সর্বাত্মক ধর্মঘট ও হরতাল কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া প্রকল্প বিরোধী এ আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেবে বলেও সতর্ক করে দিয়েছে জাতীয় কমিটি। সমাবেশে কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ বলেন বিভিন্ন দেশে সুন্দরবন রক্ষার এ আন্দোলন ছড়িয়ে পড়েছে, এমনকি ভারতের ৪৩টি সংগঠন রামপাল প্রকল্প বাতিলের দাবিতে সমর্থন দিয়েছে।

তিনি আরও বলেন ৭ই জানুয়ারি রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বাংলাদেশ ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ দিবস পালিত হবে।

XS
SM
MD
LG