অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে, পোশাক নির্মান কারখানার ভবন ধ্বসের আজ তৃতীয় বার্ষিকী


FOR USE AS DESIRED, YEAR END PHOTOS - FILE - A Bangladeshi man holds on to a woman, both victims of a building collapse, in the debris of Rana Plaza garment factory in Savar near Dhaka, Bangladesh, April 25, 2013. The collapse of Rana Plaza in Dhaka that
FOR USE AS DESIRED, YEAR END PHOTOS - FILE - A Bangladeshi man holds on to a woman, both victims of a building collapse, in the debris of Rana Plaza garment factory in Savar near Dhaka, Bangladesh, April 25, 2013. The collapse of Rana Plaza in Dhaka that

বাংলাদেশে, পোশাক নির্মান কারখানার ভবন ধ্বসের আজ তৃতীয় বার্ষিকী। ১০০০ বেশি মানুষ প্রাণ হারায় ওই দুর্ঘটনায়। প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে বার্ষিকী পালন করা হচ্ছে।

ঢাকার উপকন্ঠে ২০১৩ সালের ২৪ এপ্রিল ৮ তলার ওই ভবন ধ্বংসস্তুপ আর দুমড়ে মুচরে পড়া ধাতুতে পরিনত হয। শ্রমিকরা হতাহত হয়।

ওই বিপর্যয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে অপরাধী হিসেবে প্রতিপন্ন করা হয়নি। নিহত ও যারা প্রাণে বেচেছে তাদের পরিবার বর্গ মনে করে তাদের যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

প্রতিবাদ বিক্ষোভের সময় ইউনিয়ন নেতা আবুল হোসেন বলেন, “তিন বছর পার হযে গেল, আমরা এখনও এর কোন বিচার দেখলাম না। বিশ্বের ইতিহাসে মানুষের তৈরি সবচাইতে ভয়াবহ দুর্ঘটনাগুলোর অন্যতম একটি ঘটনার জন্য কাউকে দায়বদ্ধ করা হয়নি।”

রানা প্লাজার মর্মান্তিক ঘটনায় আন্তর্জাতিক মহলে ক্ষোভ দেখা যায় এবং ইউরোপীয় ও আমেরিকান পোশাক কম্পানির উপর চাপ সৃষ্টি করা হয়, যাতে যে সব কারখানা তাদের তৈরি পোশাক সরবরাহ করে তাদের বেতন ও কর্ম পরিবেশ উন্নত করা হয়।

XS
SM
MD
LG