অ্যাকসেসিবিলিটি লিংক

রানা প্লাজায় আহত গার্মেন্টস শ্রমিকদের অনেকেই শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন


বেসরকারি সংস্থা এ্যকশন এইড বাংলাদেশ রানা প্লাজা ধসে আহত-নিহত শ্রমিকদের উপরে এক জরিপের ফলাফল প্রকাশ করেছে শনিবার। জরিপে দেখা যাচ্ছে, রানা প্লাজা ধসের তিন বছর পরেও আহত গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বিশাল এক অংশ এখনো শারীরিক ও মানসিকভাবে নানা সমস্যায় ভুগছেন। ৫৯ শতাংশ গার্মেন্টস কর্মী এখনো মানসিক বিপর্যয় ও আতংক কাটিয়ে উঠতে পারেননি। আর শতকরা ৪৮ শতাংশ এখনো বেকার। তবে যারা কাজকর্ম কিছু একটা যোগাড় করতে পেরেছেন তাদের মজুরি আগের চেয়ে অনেক কম। তাছাড়া আহতদের ও নিহতদের পরিবারগুলো কিছু আর্থিক সাহায্য সহযোগিতা পেলেও ক্ষতিপূরণ পাননি। কারণ ক্ষতিপূরণের মানদন্ডই নির্ধারিত হয়নি। জরিপের ফলাফল বিশ্লেষন করেছেন এ্যকশন এইড-এর প্রধান ফারাহ কবীর।

২০১৩-এর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে কমপক্ষে ১১৩০ জন নিহত হন, আহত হন আড়াইহাজারের বেশি এবং এখনো কেউ কেউ নিখোজ রয়েছেন। আর এদের প্রায় সবাই গার্মেন্টস শ্রমিক।...ঢাকা থেকে আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG