অ্যাকসেসিবিলিটি লিংক

রাকা শহরে সিরিয়ান ডেমোক্রাটিক বাহিনীর আক্রমণ অভিযানের বিলম্বের বিদ্রুপ করেন আসাদ


Syrian Democratic Forces (SDF) fighters shoot a drone they said belonged to Islamic State fighters on the bank of the Euphrates river, west of Raqqa city, April 8, 2017.
Syrian Democratic Forces (SDF) fighters shoot a drone they said belonged to Islamic State fighters on the bank of the Euphrates river, west of Raqqa city, April 8, 2017.

গত কয়েক মাসে ইসলামিক স্টেট যোদ্ধাদের রাকা শহর থেকে হঠিয়ে দেওয়ার লক্ষ্যে আক্রমণ অভিযান শুরু করার তারিখ কয়েকবার ঘোষণা করা হযেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র, কুর্দীদের নেতৃত্বে সিরিয়ান ডেমোক্রাটিক বাহিনীর কম্যান্ডাররা ওই ঘোষণা করেন। মার্চ মাসে সব শেষ ঘোষণা করা হয় এবং বলা হয যে পয়লা এপ্রিল রাকায় ওই আক্রমণ অভিযান শুরু হবে।

দু সপ্তাহ হয়ে গেছে এবং অন্যান্য বারের মত এবারও তা হয়নি।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ফরাসী সংবাদ সংস্থা AFP কে বলেছেন যারাই ইসলামিক স্টেট চরমপন্থীদের রাকা থেকে হঠিয়ে দিতে চায় তিনি তাদের সমর্থন করবেন। কিন্তু ওই শহরে সিরিয়ান ডেমোক্রাটিক বাহিনীর আক্রমণ অভিযান যে বিলম্বিত হচ্ছে তিনি তার বিদ্রুপ করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন চার হাজার আইএস যোদ্ধা রাকা শহর প্রতিরোধ করছে।

XS
SM
MD
LG