অ্যাকসেসিবিলিটি লিংক

শিয়া বিদ্রোহীরা ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছে


ইয়েমেনের দক্ষিনাঞ্চলে আল ক্বায়দা জঙ্গিরা একটি কারাগারে ঝটিকা আক্রমণ চালিয়ে ৩০০ জন বন্দীকে মুক্ত করেছে। দেশের অন্যান্য অঞ্চলে শিয়া হৌথি বিদ্রোহী এবং সরকার পন্থি বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত আছে।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে আল মুলকাল্লার ঐ কারাগার থেকে যাদের মুক্ত করা হয় তাদের মধ্যে al-Qaida in the Arabian Peninsula, ‘র একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি খালেদ বাতারফিও রয়েছে।

পৃথক আরেকটি খবরে সরকারী সৌদি প্রেস সংস্থা জানিয়েছে যে ইয়েমেনি অঞ্চল থেকে ছোঁড়া গুলির আঘাতে একজন সৌদি সীমান্ত প্রহরী নিহত হয়েছে। এক সপ্তা আগে সৌদি আরব শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর , এটিই হচ্ছে জানা মতে কোন সৌদি ব্যক্তির হতাহতের ঘটনা।

এরই মধ্যে হুথি বিদ্রেোহীরা বন্দর নগরী এড়েনের কেন্দ্রস্থলে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে। এটি হচ্ছে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সমর্থকদের অবশিষ্ট একটি প্রধান ঘাটিঁ।

XS
SM
MD
LG