অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের লোকজনের জন্যে অনেক সাহায্য প্রয়োজন


ইন্টারন্যাশনাল কমিটি অব দা রেড ক্রস বলেছে চিকিৎসাকর্মী নিয়ে ইয়েমেনের রাজধানী সানায় ইতিমধ্যেই তাদের প্রথম ফ্লাইট পৌছেছে।

ইয়েমেনের প্রধান দক্ষিনাঞ্চলীয় শহর অ্যাডেনে মারাত্মক দূর্যোগপুর্ণ পরিস্থিতি সম্পর্কে রেডক্রস মঙ্গলবার ও তাদের সতর্কবার্তা জারি রেখেছে। যদিও টুইটার বার্তায় রেড ক্রস কর্মকর্তা ডমিনিক স্টিলহার্ট টুইটারে এ বিষয়ে বার্তা এই বিমানের আগমনের খবর দিয়ে জানিয়েছেন যে ছাড়পত্র পেলেই বিমানে এবং সমুদ্রপথে করে জরুরী চিকিৎসা সামগ্রি সেখানে পোঁছুবে। । গত সোমবার পর্যন্ত ইয়েমেন সংঘাত প্রবন এলাকায় চিকিৎসা সেবা পৌছাতে পারছিলনা রেডক্রস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইয়েমেনে গত তিন সপ্তার লড়াইয়ে এ পর্যন্ত ৫৪০ জন নিহত এবং ১৭০০ ‘র ও বেশি লোক আহত হয়েছে।

সোমবার রেডক্রস জানায় যে তারা ইয়েমেনে প্রচুর পরিমাণ চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে পারেনি। সংস্থাটি বলছে যে সৌদি আরবের নের্তৃত্বাধীন জোটের অনুমোদন সত্বেও , যুদ্ধ বিধ্বস্ত দেশে বিমানের উড়ান নিয়ে উদ্বেগের কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

এ দিকে জাতিসংঘের শিশু সংস্থা বলছে যে ইয়েমেনের এই সংঘাতে প্রায় এক লক্ষ লোক স্থানচ্যুত হয়েছে , শিশু হত্যা অব্যাহত রয়েছে এবং তারা অসুখের হুমকির সম্মুখীন হচ্ছে।

XS
SM
MD
LG