অ্যাকসেসিবিলিটি লিংক

রেকর্ড পরিমাণে বাড়ছে শরনার্থী


সংঘাতের সাথে বেড়ে চলেছে গৃহহীনদের সংখ্যা
সংঘাতের সাথে বেড়ে চলেছে গৃহহীনদের সংখ্যা

জাতিসংঘের শরনার্থী সংস্থা বলছে যে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক লোক যুদ্ধ সহিংসতা এবং নির্যাতনের কারণে দেশছাড়া হয়েছে । বাস্তুচ্যূত হতে বাধ্য হওয়া লোকের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত একটি নতুন রিপোর্টে UNHCR বলছে যে ২০১৪ সালের শেষে প্রায় ৬ কোটি লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় । এই সংখ্যা আগের বছরের তূলনায় ৮০ লক্ষ বেশি এবং একদশক আগের তুলনায় ২ কোটি বেশি। ২০১৩ সালের পর থেকে প্রতিবছর এই সংখ্যা সব চেয়ে বেশি।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সূচনার সময় থেকে দেশান্তরী মানুষের ঢল নামে এবং গত ৫ বছরে সশস্ত্র সংঘাত ও নির্যাতনের কারণে লোকজন আফ্রিকা , এশিয়া এবং ইউরোপেও তাদের ঘরবাড়ি ত্যাগ করছে। গত বছর কোন না কোন ধরণের সহিংসতায় প্রতিদিন ৪২,৫০০ লোক তাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে এখন প্রতি ১২২ জনের মধ্যে একজন হয় শরনার্থি , কিংবা নিজ দেশেই বাস্তচ্যুত অথবা আশ্রয়পার্থি ।

XS
SM
MD
LG