অ্যাকসেসিবিলিটি লিংক

অভিবাসন প্রার্থী মানুষেরা এখন হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া ও জার্মানিতে গিয়ে পৌছুচ্ছে


বুদাপেস্টে হাঙ্গেরির ট্রেন স্টেশনে কয়েকদিন ধরে অপেক্ষার পর ট্রেন ভর্তি শরনার্থী শেষ পর্যন্ত আজ শনিবার জার্মানিতে গিয়ে পৌঁছেছেন।

জার্মানি ও অস্ট্রিয়া বলছে যে জার্মানির পথে অস্ট্রিয়া থেকে প্রথম ট্রেনগুলো আজ শনিবার সেখানে গিয়ে পৌঁছেছে। এর কয়েক ঘন্টা আগে তাদের বুদাপেস্ট থেকে বাসে করে অস্ট্রিয়ার সীমান্তে পৌঁছে দেওয়া হয়।

হাজার হাজার দেশান্তরী মানুষ এখন অস্ট্রিয়ায় প্রবেশ করছে । ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের ভেতরে আশ্রয়প্রার্থীদের অবস্থা নিয়ে এক সপ্তার অনিশ্চয়তার পর এখন পরিবর্তন এসছে।

অস্ট্রিয়ার কর্মকর্তারা শনিবার বলেন যে এর মধ্যে সেখান থেকে কয়েক হাজার শরনার্থী এগিয়ে গেছেন এবং সেখানে তাদেরকে বিশেষ সাহায্য-প্যাকেজ দেয়া হচ্ছে।

অস্ট্রিয়ার চান্সালার বলেছেন যে তাঁর দেশ এবং জার্মানি অভিবসী প্রত্যাশী লোকজনকে বিনাবাধায় প্রবেশ করতে দেবেন। চান্সালার ওয়ারনার ফেইম্যান জার্মান চান্সালার আঙ্গেলা মার্কেল এর সঙ্গে বৈঠকের পর এ কথা ঘোষণা করেন। ফেইম্যান বলেন হাঙ্গেরির সীমান্তে বর্তমান জরুরী পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

XS
SM
MD
LG