অ্যাকসেসিবিলিটি লিংক

আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে সাত দিনের রিমান্ডে প্রদান করেছেন আদালত


নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সন্দেহভাজন সদস্যকে ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে প্রদান করেছে আদালত।

Rapid Action Battalion RAB ওই সংগঠনের প্রধান আবুল বাশার এবং গণমাধ্যম শাখার সদস্য জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসানকে বৃহস্পতিবার গ্রেফতার করে। RAB এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্লগার হত্যা ও আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালিত হতো মূলত জসিম উদ্দিন রাহমানীর নির্দেশে এবং ওই নির্দেশ আসত তার ছোট ভাই বাশারের মাধ্যমে।

RAB এর দাবি, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একুশে বই মেলায় ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে মোট পাঁচ জনের একটি দল অংশ নিয়েছিল এবং আড়াই মাস পর ১২ মে তারাই সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করে।

সরাসরি লিংক


XS
SM
MD
LG